বগুড়া গাবতলী উপর রামেশ্বরপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে পাঠিয়ে দেয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ও এজেন্ট এরশাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সোনারায় উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুইটি বুথে দায়িত্বে অবহেলার কারনে জাল ভোট দেয়ার ঘটনায় দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যহতি দেয়া হয়েছে।
আজ বুধবার (৮মে) বেলা সাড়ে ১১ টা ও ১২ টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় ঘটনা দুইটি ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার এক এজেন্টের মাধ্যমে স্বাক্ষর ও সীল সহ ৯০০ ব্যালট পেপার কেন্দ্রের বাহিরে পাঠান। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বাক্সে ফেলেন তারা। পরে এজেন্ট এরশাদকে আটকের মাধ্যমে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়।
পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরো ৯০০ ব্যালটের মুরি উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে সোনারায় উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ানোর অভিযোগ হাফিজার রহমান ও আব্দুল মোত্তালিব নামে ২ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহত দেয়া হয়।
জানা যায়, এই ভোট কেন্দ্রের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখে স্থানীয় লোকজন হইচই শুরু করে দেয়। এই খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমারের নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায় এবং সাথে সাথে সেই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়। উক্ত দুই জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে জানান মোবাইল কোর্ট।
এদিকে অব্যহতি প্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসারের দাবি, ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাঁদের কাছে থেকে ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ব্যপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১২ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)