বগুড়ার দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের ২০২৩ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়ার শহীদ টিটু মিলানায়তনে ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে ও পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি চাইল্ড কলেজের অধ্যক্ষ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আশরাফুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক রেজওয়ান ইসলাম, দ্যা ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের মহা পরিচালক সায়েদ কুতুব সাব্বির, শেরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.মাহফুজুর রহমান আকন্দ।
এছাড়া অনান্যোর মধ্যে উপস্থিত ছিলেন দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান, সাবেক মহা পরিচালক আবু সাঈদ,হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সহ শুভাকাঙ্ক্ষীরা।
প্রধান অতিথি বলেন, মেধা চরিত্র ও নৈতিকতা সমন্বয়ে ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা মানুষকে ভালো মানুষ করতে পারে না।
২০২৩ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় শেরপুর, ধুনট, শাজাহানপুর, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা উপজেলার ৬ হাজার ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৬৫ জন ট্যালেন্টপুল ২৩৯ জন জেনারেল, প্রাতিষ্ঠানিক কোটায় ১১৪ জন ও ৩৫১ জন শুভেচ্ছা গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:০০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি