বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় বগুড়া রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিটির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়স। তিনি ভবঘুরে টাইপের ছিলেন বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম।
এক প্রত্যক্ষদর্শী বলেন, এক ভবঘুরে একটি বস্তায় বোতল ও প্লাস্টিকের জিনিসপত্র ভরে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু বস্তাটি অনেক বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন না এবং সেই অবস্থায় ট্রেন ছেড়ে দেয়। তখন লোকটি নিচে পড়ে যায়। এই অবস্থায় ট্রেন তাকে সরকারি আজিজুল হক কলেজ পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সকাল ১০ টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় জানতে পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)