বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. ফারুক ও তার শিশুকন্যা হুমায়ারা ও ভ্যানচালক শাহিনুর রহমান।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন গনমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় একটি ভ্যান যাওয়ার পথে এর চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। উদ্ধার করে নিয়ে আসার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ওসি আরো জানান, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৮ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি