কাফুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল বারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বগুড়া শেরপুর উপজেলার কাফুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, সাধারণ মানুষ সহ প্রায় ২ হাজার মানুষের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শেষে সবাই মিলে জমকালো খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সাবেক বর্তমান শিক্ষার্থী সহ উপস্থিত সকলের অশ্রুসিক্ত নয়ন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত লোকজন বলেন অনেক শিক্ষার্থীদের ফ্রিতে পড়ানো সহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন আব্দুল বারী মাস্টারকে এমন প্রিয় মানুষে পরিনত করেছে।
প্রতিষ্ঠানের সভাপতি মো: ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শিক্ষা অফিস মো: কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো: আতিকুর রহমান, এস.এম.তাহেরুল ইসলাম, মো: রেজাউল ইসলাম, লায়লা শিরীন নাহার, মো: মোমিনুল হক, মো: আনিছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষিকা আফরোজা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদিন, কাফুড়া সমবায় বালিকা দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সাবেক সমবায় অফিসার আমজাদ হোসেন, সমাজসেবক নজর উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক এনামুল হক, আলহাজ্জ আবু তালেব প্রা. সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ছুটির দিনেও আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি সবার আগে বিদ্যালয়ে আসতেন এবং সবার শেষে সকল কাজ নিজ হাতে করে তারপর বাসায় যেতেন।
সাবেক সমবায় অফিসার আমজাদ হোসেন বলেন, তিনি ছোট থেকেই সৎ এবং প্রতিষ্ঠানেও শেষ পর্যন্ত সততা বজায় রেখেছে। যে কারণে সকল মানুষ তাকে এতো ভালোবাসে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি