আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এছাড়া, গোলাগুলির এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন।
মিয়ামি পুলিশ জানিয়েছে, প্রাণঘাতী এই সংঘর্ষ স্থানীয় সময় গতকাল রাত ২টার দিকে শুরু হয়। একটি গ্রাজুয়েশন পার্টি চলাকালীন সেখানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীরা সন্দেহভাজন দুটি গাড়ির ভেতর থেকে গুলি চালায়। এসময় একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের দেয়ালে ধাক্কা খায় এবং গাড়ির ভিতরে অস্ত্রসহ দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রসঙ্গত, দুই সপ্তাহের ব্যবধানে মিয়ামি শহরে পরপর দুটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটলো। আগের সপ্তাহে ঠিক একই ধরনের ঘটনা ঘটে এবং তাতে ২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
এছাড়া, গতকাল লুইজিয়ানা শহরেও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে যাতে অন্তত ৭ জন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ওই নারীর মুখে গুলি লেগেছে বলে জানা গেছে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান