আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের আলপসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার একটি প্রশিক্ষণ মিশনে একজন বিমান উদ্ধার ক্রুকে বহন করছিল হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি এক হাজার ৮০০ মিটার ওপরে ছিল। হেলিকপ্টারের পাইলট বের হয়ে এসে সবাইকে সতর্ক করে দিতে পেরেছেন।
বিমানটিতে আরও একজন পাইলট, দুই উইঞ্চ অপরেটর ও দুই পাহাড়ি উদ্ধারকর্মী ছিল।
এদিকে ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও একটি টিমকে পাঠানো হবে। সুত্রঃ রয়টার্স।