আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের মধ্যাঞ্চলে তিনজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম বিএফএম টিভি। এছাড়া ফ্রান্সের জাতীয় পুলিশ বাহিনী বুধবার এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পারিবারিক সহিংসতা জনিত এক ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় ওই পুলিশ কর্মকর্তারা। সে সময় তারা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে একজন পুলিশকে গুলি করে হত্যা করে। এরপর আরও দুই পুলিশ গুলিতে নিহত হন এবং একজন আহত হয়। নিহত তিন পুলিশের বয়স ছিল যথাক্রমে ২১, ৩৭ ও ৪৫।
এদিকে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, লিয়ন শহরের ১৮০ কি.মি. পশ্চিমে পারিবারিক সহিংসতার খবর পেয়ে তারা একটি বাড়িতে যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সেসময় ঘটনাস্থলে আরো সাতজন পুলিশ উপস্থিত ছিলেন।