ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ে। তিনি সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রায় দুই মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর দীর্ঘ অচলাবস্থা শেষে দেশটির জনপ্রতিনিধিরা বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। খবর-সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ ও বিবিসি।
ফ্রান্স-২৪ জানায়, প্রায় দুই মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর দীর্ঘ অচলাবস্থা শেষে দেশটির জনপ্রতিনিধিরা বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন পার্লামেন্টে আসন পাওয়া রাজনৈতিক দল এবং প্রার্থীদের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পার্লামেন্টে আসন পাওয়া রাজনৈতিক দল এবং সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেন। গত বৃহস্পতিবার মিশেল বার্নিয়ে ফরাসি প্রধানমন্ত্রীর বাসভবন হোটেল ম্যাতিনিওতে পৌঁছে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। আত্তাল মাত্র ৩১ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি মাত্র আট মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নতুন প্রধানমন্ত্রী বার্নিয়ে গণমাধ্যমে জানান, ফ্রান্স একটি গুরুতর মুহূর্তে এসে দাঁড়িয়েছে এবং তিনি খুব বিনয়ের সঙ্গে এর মুখোমুখি হতে চান। তিনি আরও বলেন, সব রাজনৈতিক পক্ষকে সম্মান করতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আমি বলতে চাইছি, আগামী দিনে আমাদের শহর ও গ্রামাঞ্চলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা, ক্ষোভ ও পরিত্যক্ত হওয়ার অনুভূতি এবং অন্যায়ের প্রতিক্রিয়া জানাতে হবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি