ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তবে ফোনটি পরিচালনার জন্য চার্জ দেওয়াটা আবশ্যক। আর এই ব্যাপারটাতেই অনেকে অবহেলা। ফোনের চার্জের বিষয়টি অনেকেই আছেন ঠিকমতো করে দেন না। ফলশ্রুতিতে দেখা যায় শেষ হলেই যেখানে সেখানে চার্জ দেওয়ার জন্য ব্যস্ততা বেড়ে যায়। অনেকেতো তাড়াহুড়াতে গাড়িতই চার্জে বসিয়ে দেন। তবে গাড়িতে ফোন চার্জের ক্ষতিটা জানলে হয়তো এই দিকে আর ভুলেও যাবেন না। একান্তই জরুরি কোনও প্রয়োজন না হলে গাড়িতে ফোন চার্জ দেবেন না। বিশেষ করে দামি ফোন চার্জ না দেয়াই উচিত। এতে আপনার পছন্দের ডিভাইস বেঁচে যাবে। নাহলে ধীরে ধীরে এটা নষ্ট হওয়ার দিকে এগোবে যা আপনি বুঝতেই পারবেন না। এখন প্রশ্ন হতে পারে, কেন গাড়িতে ফোন চার্জ করতে নিষেধ করা হলো? এর উত্তর এসেছে রিডার্স ডাইজেস্টের প্রতিবেদনে। তারা বলছে, গাড়িতে চার্জের সময় আপনার ফোন যে পরিমাণ বিদ্যুৎ পায় তা যথেষ্ট নয়। বিশেষ করে উন্নত কিছু স্মার্টফোনের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। মাঝে মাঝে গাড়িতে ফোন চার্জ হওয়াতে সময় অনেক বেশি লাগে। আবার কোনও কোনও সময় একেবারেই চার্জ হয় না। কম ভোল্টেজের কারণে এমনটি হয়ে থাকে। আর এভাবে চার্জ হওয়ায় প্রথমে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়। পরবর্তীতে এর প্রভাব পড়ে পুরো ডিভাইসে।