জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন টাইগার ওপেনার।
তামিম সেই পোস্টে লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল (মঙ্গলবাব) থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
ফাঁস হওয়া সেই ফোনালাপে বিপিএলে তার সঙ্গে একই দলে খেলা মুশফিকুর রহিমের উপর ক্ষোভ ঝাড়েন তামিম। এক পর্যায়ে তামিম বলেন, ‘এখন তো ন্যাশনাল টিমে খেলিনা তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’
‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতিনা। এখন আমার দাম নাই- তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইটে আমি এই সাইট, কালকে আমি ওই সাইটে বসবো তুই এই সাইটে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস,’ যোগ করেন তামিম।
তবে এই ফোনালাপ ফাঁসের বিষয়টি একটি বিজ্ঞাপনের অংশ বলে গুঞ্জন রয়েছে। তাই সম্পূর্ণ বিষয়টিই সাজানো হতে পারে। তবে আসলেই বিষয়টি কি ছিল তা জানাতেই সন্ধ্যায় লাইভে আসছেন তামিম।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম