করোনার এই লকডাউনের সময়ে খেলাপ্রিয় মানুষদের জন্য গেমিং অ্যাপ নিয়ে এলো ফেসবুক। শুরুতেই গুগল প্লে স্টোরে বেশ জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। এখনই ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। এই গেমিং অ্যাপে ফেসবুক অ্যাপের গেমের থেকে আলাদা গেম রয়েছে। এই অ্যাপে গেম প্লে, ওয়াচ আদার, লাইভ গেম প্লে এর মত ফিচার আছে।
অ্যাপটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আপনি যাতে গেম খেলার সময় লাইভ ভিডিও স্ট্রিম করেন এবং অন্যদের লাইভ ভিডিও দেখেন।
অর্থাৎ, ফেসবুক গেমিং অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলার পাশাপাশি আপনি খেলার সময় তা সরাসরি সম্প্রচার করতে পারবেন। অন্যান্যদের লাইভ গেমিং দেখতেও পারবেন।
অ্যাপটি ওপেন করলে আপনি ডিসকভার ট্যাবে আপনার প্রিয় গেমগুলো পাবেন এবং ট্রেন্ডিং কনটেন্ট এর কনটেন্ট দেখবেন। এগুলোতে রিয়াক্ট এবং কমেন্টও করা যাবে।
ফেসবুক গেমিং অ্যাপে আরও রয়েছে চ্যাটিং ফিচার যা ব্যবহার করে আপনি কোনো ভিডিও স্ট্রিম দেখার সময় অন্যান্য দর্শকদের সাথে মেসেজ আদানপ্রদান করতে পারবেন।
আপাতত ফেসবুক গেমিং অ্যাপে বিজ্ঞাপন আসেনি। আপনি অর্থ খরচ করে ‘স্টার’ কিনে গেমারদের উপহার দিতে পারবেন।
এই অ্যাপটি দক্ষিণ এশীয় এবং লাতিন আমেরিকার দেশগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফেসবুক অ্যাপের প্রধান ফিদজি সিমো বলেছেন, গেমিংয়ে বিনিয়োগ করা এখন একটি অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে গ্রাহকরা গেমিংকে বিনোদনের মাধ্যম হিসাবে বিবেচনা করে। পাশাপাশি অন্যাদের সাথে যোগাযোগের উপায় হিসাবেও বিবেচনা করে।’
ব্যবহারকারীরা এটিকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি অ্যাক্সেস করতে ব্যবহারকারীদের প্রথমে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। এর পরে অ্যাপটি আপনার জন্য গেমের একটি তালিকা দেখাবে। আপনি পছন্দ অনুযায়ী গেম খেলতে পারবেন। এই অ্যাপে গো লাইভ, ফলোয়িং, ফলো গেমস এবং গ্রুপ বাটন রয়েছে।