সাম্প্রতিক সময়ে সামাজিকমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক নানা পরিবর্তন নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বন্ধ করা হচ্ছে নিজেদের ‘গ্রুপ স্টোরিজ’ ফিচারে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ৯ মাস আগে লঞ্চ হওয়া এ ফিচারটি খুব একটা ব্যবহার করছেন না ফেসবুক ব্যবহারকারীরা।
আগামী ২৬ তারিখ (বৃহস্পতিবার) থেকে ফেসবুক থেকে বিদায় নেবে গ্রুপ স্টোরিজ ফিচার। ফিচারটি বন্ধ করে দেওয়ার পর মুছে দেওয়া হবে আগে পোস্ট হওয়া গ্রুপ স্টোরিগুলোও।
গ্রুপ স্টোরিজ বন্ধ করলেও ব্যক্তিগত ফেসবুক স্টোরি ফিচারে কোনও প্রভাব পড়বে না। এমনটিই জানিয়ে ফেসবুক বলছে, কমিউনিটি অভিজ্ঞতাকে আরও সহজ করতে চায় ফেসবুক, আর তাই সব সময়ই নতুন কিছুর সঙ্গে ব্যবহারকারীকে পরিচয় করিয়ে দিতে আগ্রহী তারা।