আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ইমানুয়েল ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী মেরি লে পেনকে পরাজিত করে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
আন্তরজার্তিক গণমাধ্যমের মতে, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ম্যাক্রোঁ। অন্যদিকে মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট।
টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে ২০০২ সালে জ্যাক শিরাকের পর ম্যাক্রোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পুনরায় নির্বাচনে জয়ী হলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতারা এরই মধ্যে অভিনন্দন বার্তা পাঠানো শুরু করেছেন ম্যাক্রোঁকে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে ম্যাক্রোঁর জয়ের আভাস পেয়েই আনন্দে ফেটে পড়েন তার সমর্থকরা।
প্রসঙ্গত, সমর্থকদের উদ্দেশ্য করে ম্যাক্রোঁ বলেন, দেশের বিভাজন দূর করার অঙ্গীকার নিলেন তিনি, প্রেসিডেন্ট সবার জন্য। ফ্রান্সের কেন্দ্রস্থলে চ্যাম্প ডি মার্সে বিজয়ী বক্তব্যে ম্যাক্রোঁ প্রতিশ্রতি দিয়েছেন যে তার পরবর্তী পাঁচ বছরের মেয়াদে ভোটারদের হতাশার জবাব দেবেন যারা লে পেনকে সমর্থন করেছেন।