ফেনী চট্টগ্রাম হাইওয়ের পাশে রামপুর রাস্তার মাথায় বাইপাস সড়ক বন্ধের কারনে তিন লক্ষের অধিক মানুষ ভোগান্তির শিকার।পূর্ব-পশ্চিম রামপুর থেকে শুরু করে কাতালিয়াসহ আরো বিশটি এলাকার মানুষ সীমাহীন দূর্ভোগের শিকার।স্থানীয় এক যুবক শেখ নাঈম উল্লাহ বলেন, বর্তমানে তিন-চার লক্ষ মানুষ রামপুর রাস্তার মাথায় নেমে হাইওয়ে অতিক্রম করে আবার সিএনজি করে ঘুরে ঘুরে বাসায় অথবা কাজে যেতে হচ্ছে এবং অনেকে রাস্তা পারাপার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।রাস্তাটি বিগত বিশ বছর যাবত চালু ছিল।গত দুই-বছর পূর্বে ঢাকা-চট্টগ্রাম চারলাইন বিশিষ্ট সড়ক চালু হওয়ার ফলে বাইপাস রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জনাব মনির আহম্মেদ সাহেবের সাথে কথা বলে জানা যায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে।