মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ দারিদ্রের চরম কষাঘাতে জীবন-যাপন করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রফিয়া ও তার বোন জায়েদা (৬৫) । স্বামী সন্তান কেউ নাই। তাই থাকেন মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর উত্তর পাড়া একটি খুপড়ি ঘরে। ভিক্ষাবৃত্তি করে আধপেট খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন খবর সাংবাদিক খোরশেদ আলমের ফেইসবুক আইডিতে Digital Bangla news এর “মুরাদনগরে খুপড়ি ঘরেই অসহায় ভূমিহীন দুই বিধবার দুই যুগ পার, কেউই পায়না ভাতা” শিরোনামের নিউজটি প্রকাশ হলে অসহায় দুই বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়িয়েছেন গুঞ্জর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল করিম খাঁন ইমন।
গেল শনিবার সকালে বৃদ্ধাদ্বয়ের ভাঙ্গা ঘরে এক মাসের বাজার নিয়ে হাজির হন তিনি। খোঁজ খবর নিয়ে নগত অর্থ সহায়তাও দেন। এসময় ইমন খাঁন দুই বিধবার মাথায় হাত বুলিয়ে বলেন , আপনারা কোন চিন্তা করবেন না। যখন যা লাগবে আমার বাড়িতে চলে যাবেন। আমি আপনাদের পাশে থাকব। ইমন খানের কাছ থেকে সাহায্য পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন দুই অসহায় বিধবা রফিয়া ও জায়েদা।
এসময় উপস্থিত ছিলেন, গুঞ্জর ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ দুলাল মিয়া । তিনি ওই দুই বিধবা নারীর ভাতার কার্ড করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য ২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন ওই দুই বোন। স্বামীর পরিবারের কেউ না থাকায় তারা বাবার বাড়িতে চলে আসেন। দরিদ্র পিতামাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর। ওই ঘর এখন জরাজীর্ণ, বৃষ্টি এলে পানি গড়িয়ে পড়ে।