আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। চলতি বছরের গোড়ার দিকে মার্কিন বিক্ষোভকারীরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করায় ফেইসবুক তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল।
ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের ওই বক্তব্য শান্তি-শৃঙ্খলার চরম পরিপন্থী ছিল। আর তাই প্রতিষ্ঠান পর্যবেক্ষণকারী বোর্ড ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের ৬ তারিখে উগ্রবাদী সর্মথকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় এবং সে ঘটনায় পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়। ওই ঘটনার পর ট্রাম্প এর প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট দেন। সে সময় টুইটার এবং ইউটিউব ট্রাম্পের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলো। তারা বলেছিল, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতার পক্ষে উস্কানি দিয়েছেন এবং তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে আবারো একই কাজ করতে পারেন।