অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দ এবং ৯৯ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর, উত্তর কাশিপুর এলাকা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজাগুলো জব্দ এবং মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলপাড়া গ্রামের মৃত হাকিম মন্ডলের ছেলে নাজিনুর রহমান নাজুর বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে চারটি পোটলায় মোট ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নাজিনুর রহমান নাজু ও তার স্ত্রী শেফালী বেগম কৌশলে পালিয়ে যান। পরে জব্দকৃত গাঁজা গুলো থানায় এনে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের উত্তর কাশিপুর কাজীর মোড় এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ীর নাম আফছার আলী। তিনি ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
এছাড়াও বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৬) এবং খায়রুজ্জামানের ছেলে ফারুক মিয়া (৩৩)কে ৯৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান জানান, পলাতক আসামী এবং ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।