অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলায় ফুসলিয়ে স্কুল পড়য়া এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই ছাত্রীর পিতা ফুলবাড়ী থানায় গেল রোববার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অপহরণ হওয়া ওই ছাত্রী উপজেলার দক্ষিন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ।
অভিযোগে জানা গেছে , প্রতিদিনের মত শনিবার সকালে ওই ছাত্রী লেখাপড়া করার জন্য বিদ্যালয়ে যায়। বিকাল ৫ টার মধ্যে বাসায় ফিরে আসার কথা থাকলেও রাত পর্যন্ত বাসায় না আসায় দু’চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুজি করেন বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়ীতে। এর মধ্যে রাতে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন আসে ওই ছাত্রীর পিতার কাছে। পরে তিনি নিশ্চিত হন যে, একই ইউনিয়নের কাশেম বাজার এলাকার হাছেন আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু (২০) ও তার সহযোগীরা তার মেয়েকে অপহরণ করেছে। পরে রোরবার সকালে তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অপর অভিযুক্তরা হলেন, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (১৮) ও কামাল মিয়ার ছেলে সাগর মিয়া (১৯)।
ওই ছাত্রীর পিতা রেজাউল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করে ভয়ভীতি দেখিয়ে আসছিল রাজু। এনিয়ে একাধিকবার রাজুর পরিবারকে বলা হয়েছে। গতকাল সে আমার মেয়েকে অপহরণ করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ প্রসঙ্গে রেজাউল ইসলাম রাজু (১৯) এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার চাচাত ভাই রাশেল মিয়া জানান, দুই পক্ষের লোকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।