ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মোঃ তৈয়ব আলী গভীর রাতে ইয়াবা ট্যাবলেট সহ আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক এবং ছাড়া পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় কলেজের অধ্যক্ষ ওই প্রভাষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।
গত ১৭ মে মঙ্গলবার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশ ওই শিক্ষককে প্রদান করা হয় এবং নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, গত রবিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার বালারহাট বাজারের নিমাই চন্দ্র শীলের সেলুনের দোকানে আইন-শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ নরসুন্দর নিমাই চন্দ্র শীল (৪২) ও কলেজ প্রভাষক তৈয়ব আলী(৪০) কে আটক করে। পরে স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাসেন আলী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অনুরোধ করে ওই প্রভাষককে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন। আইন- শৃংখলা বাহিনী ইয়াবা সহ নিমাইকে পুলিশে সোপর্দ করে।
আটক নিমাই চন্দ্র শীল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা বকুলতলা গ্রামের মৃত পোয়াতু চন্দ্র শীলের ছেলে এবং তৈয়ব আলী একই ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসেন আলী জানান, প্রভাষক তৈয়ব আলী ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। বৃষ্টির কারনে তিনি ওই দোকানে আশ্রয় নিয়েছিলেন । এ অবস্থায় অভিযান শুরু হলে তিনিও আটক হন। পরে আইন শৃংখলা বাহিনীকে অনুরোধ করে তাকে ছাড়িয়ে নেয়া হয়।
বালারহাট আদর্শ স্কুল কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার জানান, ওই প্রভাষকের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করাসহ একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ইয়াবা সহ আটক এক ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।