ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী পদে ভুয়া নিয়োগ পত্র দিয়ে দুই যুবকের সাড়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারনার শিকার যুবক দ্বয়ের পিতা ও শ্বশুর বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, চক্রের সদস্য উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রেজাউল ইসলাম রেজা (৫০) ও অপর সদস্য মোঃ ফয়সাল-উন-নবী (৫২), প্রকল্প পরিচালক জিইডি ফাউন্ডেশন, রেজি নং এস ৮৯৮১, উত্তরা ঢাকা, পুর্ব পরিচয়ের সুত্র ধরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ীতে যান। তারা তোফাজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম ও জামাতা আশরাফুল হককে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী পদে চাকুরীর দেওয়ার নামে সাড়ে ৬ লক্ষ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কয়েকদিনের মধ্যে তোফাজ্জল হোসেন সাড়ে ৬ লক্ষ টাকা পরিশোধ করলে তারা তাকে দুইটি নিয়োগ পত্র প্রদান করেন। উক্ত নিয়োগ পত্রে ১৫/০৭/২০২০ ইং তারিখের মধ্যে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে যোগদান করার বিষয় উল্লেখ ছিল। ওই তারিখ মোতাবেক শরিফুল ইসলাম ও আশরাফুল হক নিয়োগ পত্র নিয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে যোগদান করার জন্য গেলে হাসপাতাল কতৃপক্ষ নিয়োগপত্র
দুইটি ভুয়া বলে জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায় যে জিইডি ফাউন্ডেশনের কোন ধরনের নিয়োগপত্র বা কোন কাগজপত্র তারা পাননি। পরে উপায়ন্তর না দেখে শরিফুল ইসলাম ও আশরাফুল হক বাড়ীতে ফিরে আসেন। তারপর দীর্ঘ সময় ধরে তাদের পিছনে ঘুরে টাকা তুলতে ব্যর্থ হয়ে অবশেষে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে জিইডি ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ ফয়সাল-উন-নবীর সাথে ০১৭৫৯৭৭৯৯০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই যুবকদেরদকে চাকুরী দেয়ার সময় আমি জিইডি ফাউন্ডেশনে চাকুরী করতাম, এখন করিনা। ওনাদেরকে জিইডি ফাউন্ডেশনের গাইবান্ধা অফিসে যোগাযোগ করতে বলেন।
ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিক অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।