কুড়িগ্রাম প্রতিনিধিঃ গাছ লাগাই, জীবন বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বহুজাতিক কোম্পানির উদ্যোগে ও উপজেলা এলজিইডি’র তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের ৫ হাজার চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গেল মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমপাড় থেকে ২ কিলোমিটার সড়কের দুই পাশে এ চারা গাছ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস।
এ সময় উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব, সহকারী প্রকৌশলী জুলফিকার আলি জুয়েল সহ ওই বহুজাতিক কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।