ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অসহায় কৃষকের রোপনকৃত আড়াই বিঘা জমির আমন ক্ষেত বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্ববৃত্তরা। গেল শুক্রবার গভীর রাতে উপজেলার পূর্ব-চন্দ্রখানার কৈয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জমির উদ্দিনের মেয়ে রহিমা বেগম চলতি আমন মৌসুমে আড়াই বিঘা জমিতে ধানের চারা রোপন করেন। চারাগুলো সবুজ হলে শুক্রবার রাতের অন্ধকারে কে বা কাহারা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে। এতে সমুদয় জমির রোপনকৃত ধানের চারা পুড়ে যায়।
স্থানীয় নির্মল চন্দ্র রায়, আনছার আলী, আব্দুল হামিদ জানান, এই ন্যাক্কারজনক কাজটি যারা করেছে তারা পশুর চেয়ে অধম। তদন্তের মাধ্যমে তাদের উপযুক্ত বিচার দাবী করছি।
ভুক্তভোগী রহিমা বেগম জানান, যাদের সঙ্গে আমাদের জমিজমার মামলা রয়েছে তারাই এ কাজ করতে পারে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।