অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের পৃথক অভিযানে ২শ বোতল ফেনসিডিল, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ লাখ ৬২ হাজার ৯শত টাকা উদ্ধার সহ ফুলবাড়ী দুটি মামলা দায়ের হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ডিএনসি সদস্যদের একটি দল সোমবার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি শাহানুর রহমান (৪৫) এর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বাড়ী তল্লাশি করে ২শ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৬২ হাজার ৯শ টাকা জব্দ করে। ডিএনসি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি শাহানুর কৌশলে পালিয়ে যায়।
অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের শালবাড়ী হ্যাচারীর মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে। পরে জব্দকৃত মাদক গুলো ফুলবাড়ী থানায় নিয়ে গিয়ে শাহানুর রহমান পিতা মৃত মহির উদ্দিন কে আসামী করে একটি এবং আলমগীর হোসেন (৩০) পিতা খলিল মিয়া, আরিফুল ইসলাম আরিফ (১৯) পিতা সাজু মিয়াকে আসামী করে অপর একটি মামলা দায়ের করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।