কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিনের নামে দুর্নীতির মিথ্যা অভিযোগে পত্রিকায় সংবাদ প্রচার করে তাকে হেয় করার প্রতিবাদে ফুঁসে উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। এর প্রতিবাদে গত দুদিন আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সমাবেশে দুর্নীতির মিথ্যা অভিযোগে অপপ্রচার চালিয়ে প্রাণপ্রিয় শিক্ষককে অপদস্তকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। না হলে সকলকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এসএসসির সনদ পত্রে জনৈক ছাত্রের নাম ভুল হওয়ায় প্রধান শিক্ষককে দায়ী করে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষককের নামে মিথ্যা অপবাদ সহ কাল্পনিক দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে।