অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দুই বছর বয়সের শিশু বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায়। মঙ্গলবার (১০ মে) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান মো.শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।