অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতুর সংযোগ সড়কে পাঁচ হাজার তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ কর্মসুচীর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর রণন এর আয়োজনে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রামের সহায়তায় তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রণন সভাপতি ড. তুহিন ওয়াদুদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী, জাকারিয়া কাব্য, ছাওমুন পাটোয়ারী সুপ্ত, তুহিন আহমেদ, কারীমুল হাসান মামুন, মনিরুজ্জামান মুন্না, সোহেল রানা, নাহিদ হাসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থী রাশেদ জামান প্রমূখ উপস্থিত ছিলেন।