কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ আনোয়ার হোসেনের উপর প্রধান শিক্ষক সলিমুল্লাহ ও কতিপয় ব্যক্তি কর্তৃক মিথ্যাচার, অশোভন আচরণ প্রদর্শন এবং ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতি কর্তৃক অপসারণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণ। গত রবিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরের তিনকোণা মোড়ে পাঁচ শতাধিক নারী পুরুষ সমবেত হয়ে এ মানববন্ধন ও সমাবেশ করে।
জানা গেছে, গত ৭ আগস্ট রাতে উপজেলার দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্যাহ অসুস্থ হলে তার পরিবারের সদস্যরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে নিয়ে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ার হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ তোলেন ওই শিক্ষক। এর প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র ব্যানারে ফুলবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষকগণ ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন ও অপসারণের দাবী জানান। এরই প্রতিবাদে রবিবার সকালে সর্বস্তরের জনগণের আয়োজনে প্রধান শিক্ষক ও কতিপয় ব্যক্তি কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ আনোয়ার হোসেন এর প্রতি অশোভন আচরণ, মিথ্যাচার এবং শিক্ষক সমিতি কর্তৃক অপসরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনগণের পক্ষে আব্দুল আজিজ বাবুল, মিজানুর রহমান মিজান, মেহেদি হাসান, মাহাবুল হক, জাহিদ হাসান নয়ন বক্তব্য রাখেন। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।