কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ীঘরে হামলা ভাংচুর সহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার পরিবারের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার চন্দ্রখানা খামারটারী গ্রামের মৃত জহির আলীর ছেলে ইসমাইল হোসেনের সাথে একই গ্রামের মৃত কেন্দু মামুদের ছেলে মনছুর আলীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। মামলার আসামী হওয়ায় গত ২২ আগষ্ট সকালে ইসমাইল হোসেন তার পরিবারের লোকজন নিয়ে আদালতে হাজিরা দিতে যান। এই সুযোগে মনছুর আলী লোকজন নিয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ইসমাইল হোসেনের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইসমাইল হোসেনের পুত্রবধু মনজু বেগম ও মেয়ে লতা বেগমকে মারপিট করে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলে নগদটাকা, স্বর্ণালংকার, বাইসাইকেল, টেলিভিশন, মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, হামলার খবর পেয়ে আমি দ্রুত বাড়ীতে এসে আহত পুত্রবধূ ও মেয়েকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করি। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীরা আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে, তদন্তে সত্যতা পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।