ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষোভে, দুঃখে, অপমানে চিরকুট লিখে ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী এক প্রেমিকা। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম মমতা মিতু (১৫)। সে ওই গ্রামের মৃত আমান উদ্দিনের মেয়ে এবং শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, একই এলাকার দলিল লেখক মকু মিয়ার অনার্স পড়ুয়া ছেলে রাজু মিয়ার (২২) সাথে গভীর প্রেম চলছিল মমতার। এ অবস্থায় গত ৩০ জুলাই মমতার ঘরে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে পরিবারের লোকজন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে রাজুকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় রাজুর পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলে
ধর্ষণের মামলা না দিয়ে সন্দেহজনক আটক মামলায় রাজুকে জেলহাজতে পাঠানো হয়। একদিন পর জামিনে বেরিয়ে এসে মমতাকে বিয়ে করার কথা থাকলেও গত শনিবার অন্যত্র বিয়ে করে বাড়ীতে নতুন বউ নিয়ে আসে প্রেমিক রাজু। রবিবার রাজুর বাড়িতে আত্মীয়-স্বজনদের হৈ-হুল্লোরসহ গান-বাজনার খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে
আত্মহত্যা করে মমতা।
তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পরিবারের লোকজন। চিরকুটে লেখা ছিল, “আমি মমতা মিতু। আমি রাজুকে খুব ভাল বাসি। রাজুর জন্য আত্মহত্যা করলাম। কারণ আমি ও রাজু দুজনেই দুজনকে খুব ভাল বাসতাম। কিন্তু রাজুর মা-বাবা আমাদের সর্ম্পকটা মানতে চান না। তাই রাজুর বিয়ে দিয়েছে। আজ ওর বৌ-ভাত,আমি এটা মানতে পারছিনা। তাই আমি এই পৃথিবী ছাড়লাম। কিন্তু এই শাস্তি আমি একাই ভোগ করছি না। আমি চাই আমাদের এই সর্ম্পকটার মাঝে যারা বাঁধা ছিল, তারা যেন আইনি শাস্তি পায়। ইতি মিতু—।”
মমতার খালা রুজিনা খাতুন ও মামা মমিনুল ইসলাম জানান, রাজুর সঙ্গে মমতার প্রেমের সর্ম্পক এলাকাবাসীসহ থানা-পুলিশও জানে। কয়েকদিন আগে রাজু মমতার সাথে দেখা করতে আসলে ঘরের ভিতর একসাথে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। পরে পুলিশ এসে রাজুকে থানায় নিয়ে যান। বিয়ের প্রতিশ্রুতি দিলে আমরা ধর্ষন মামলা করিনি। পরে পুলিশ সন্দেহজনক মামলা দিয়ে তাকে কোর্টে চালান দেয়। জামিনে বেরিয়ে এসে মমতাকে বিয়ে না করে গতকাল অন্য মেয়েকে বিয়ে করেছে। রাজুর বিয়ের খবর শুনে আজ আমার ভাগনী আত্মহত্যা করেছে। আমরা প্রতারক রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে, মামলার প্রক্রিয়াধীন।