ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সুপারি বাগান ও খড়ের গাদাসহ বাঁশঝাড় টিনের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে। ক্ষতিগ্রস্থ পরিবারটি থানায় মামলা করলে আদালতে থেকে জামিন পেয়ে হুমকি প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছে আসামীরা।
জানা গেছে ,উপজেলার সোনাইকাজী গ্রামের মৃত নাদের আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে তার বেমাতা ভাই গোলাম রব্বানী সরকারের ১২ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে । একাধিক গ্রাম্য সালিশ বৈঠকেও বিরোধ নিস্পত্তি হয়নি। গত শনিবার রফিকুল ইসলামের ছোটভাই রহুল আমিন তার বসতবাড়ীর বেড়া মেরামত করতে শুরু করলে রব্বাণীর লোকজন বাধা দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । এক পর্যায়ে জোরপূর্বক রহুল আমিনকে বাড়ীতে তুলে নিয়ে যান রব্বানী গ্রুপের লোকজন। সেখানে গাছে বেঁধে নির্যাতন করা হয় রুহুল আমিনকে। উপায়ন্তর না দেখে ছোট ভাই রহুল আমিনকে উদ্ধারের জন্য ৯৯৯ লাইনে ফোন দেন রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রুহুল আমিন কে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে রহুল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করলে সোমবার আদালতে থেকে জামিনে মুক্ত হন আসামীরা।
রুহুল আমিন ও রফিকুল ইসলামের অভিযোগ, জামিনে বেড়িয়ে এসে আসামীরা আবারও তাদেরকে হুমকি ও ভয়ভিতী দেখাচ্ছে এবং বাড়ী সংলগ্ন বাগান, খড়ের গাদাসহ বাঁশঝাড় বেড়া দিয়ে ঘিরে রেখেছে।
এ ব্যাপারে গোলাম রব্বানী সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ৯৯৯ লাইন থেকে মেসেজ পাওয়ার পর ঘটনাস্থল থেকে পেয়ারা গাছে বেধে রাখা অবস্থায় যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।