কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিক্সা চালক আব্দুর রাজ্জাকের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ফুলবাড়ী অটোরিকশা মালিক-চালক সমিতি এবং পরিবার ও স্থানীয় লোকজন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অটোচালক আব্দুর রাজ্জাকে হত্যা করে অটোরিকশা ছিনতাইকারীদের ফাঁসবর দাবী জানান।
উল্লেখ, গত ৬ জুলাই রাত ৮টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজার হতে নাগেশ্বরী যাওয়ার কথা বলে নিহত আব্দুর রাজ্জাকের অটো রিকসা ভাড়া করে কযেকজন যুবক। পথিমধ্যে তারা রাজ্জাককে হত্যা করে লাশ পাট ক্ষেতে লুকিয়ে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে ৭ জুলাই সন্ধা ৭টার দিকে উপজেলার রাবাইতারী গ্রামের আব্দুর সামাদ বিএসসি মাষ্টারের বাড়ির সামনে আক্কাছ আলীর পাট ক্ষেত থেকে অটো চালক আব্দুর রাজ্জাকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী ছামিনা বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানা পুলিশ গত ১২ জুলাই ঘটনার সাথে জুড়িত মো: মমিনুল ইসলাম মিজান (২৪) ও তার প্রতিবেশি বন্ধু আব্দুর রশিদ রোকন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্যমতে নাগেশ্বরী উপজেলার ফকিরপাড়ার হামিদুলের বাড়ী থেকে অটো রিকসাটি উদ্ধার করে।
নিহত অটো চালক আব্দুর রাজ্জাক উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।