কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ভূখন্ডে মাছ ধরে বাংলাদেশে ফেরত আসার সময় বিজিবির সদস্যরা এক বাংলাদেশীকে আটক করেছে।
শুক্রবার অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ওই ব্যক্তিকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ওই বাংলাদেশীর নাম মিলন চন্দ্র (২৬)। তিনি উপজেলার সীমান্তবর্তী উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের পরেশ চন্দ্রের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকায় কাঁটাতারের বেড়ার বাহিরে একটি ডোবায় মাছ ধরতে যান মিলন চন্দ্র। মাছ ধরা শেষে গভীর রাতে বাংলাদেশে প্রবেশের সময় ৯৪০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ নং সাব পিলারের কাছে বাংলাদেশী গংগারহাট বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
গংগারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল মিয়া জানান, রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি