কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী সীমান্তে কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী।
এ সময় অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার অমলেন্দু বৌদ্ধ, হাবিলদার দিলীপ কুমার, মহসীন আলীসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলবাড়ী সীমান্তে দিনব্যাপি অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে দুই সহস্রাধিক সীমান্তবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।