কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ দুটি অভিযানে ৭ কেজি ৯০০ গ্রাম ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এ সময় পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে।
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে কতিপয় মাদক ব্যবসায়ী বালারহাট বাজার থেকে মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে শেখ হাসিনা ধরলা ব্রীজের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মিয়াপাড়া বাজারে ওৎ পেতে থাকে। রাত ৯ টার দিকে মাইক্রোবাস টি মিয়াপাড়া বাজারে আসলে পুলিশ থামানোর জন্য সংকেত দেয়। পুলিশ দেখে মাদক কারবারিরা থেকে বা গাড়ী রেখে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের সজীব মিয়া (৩০) নামের ৩ কুখ্যাত মাদক কারবারি কে আটক করে। পরে গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন পৃথক অভিযানে ফুলবাড়ী থানার অপর একটি দল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোন সহ মাদক কারবারি নুর ইসলাম শেখ (৩১) কে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।