কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।
অভিযানে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি