কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫০ বোতল ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজাসহ একটি বে-সরকারি অ্যাম্বুলেন্স জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা এবং অ্যাম্বুলেন্সটির মূল্য আড়াই লাখ টাকা।
পুলিশ জানায়, সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে (ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) নম্বরের একটি অ্যাম্বুলেন্স মাদকের চালান নিয়ে জেলার নাগেশ্বরী উপজেলা থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলবাড়ী থানা পুলিশের টহল জীপের সাইরেন শুনে চালক রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে গাড়ীসহ ফুলবাড়ী বাজার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের জীপ পিছু নিলে ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে গাড়ি রেখে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। পরে পুলিশ অ্যাম্বুলেন্সের ভিতরে তল্লাশি চালিয়ে চাদর দিয়ে লাশের মত করে ঢেকে রাখা অবস্থায় এসব মাদক জব্দ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি