কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে বোরো চাষাবাদ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয়টারী গ্রামে ১০০জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সমলয়ে বোরো চাষাবাদের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম,মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কৃষকগণ উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান