কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৃত নারীর ভিডাব্লিউবি(ভিজিডি) কার্ডের চাল আত্বসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবী করে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ওই কার্ডটি ভোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১নং চর মেখলি ওয়ার্ডের ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন ২০২৩-২০২৪ চক্রে ভিডাব্লিউবি কার্ডের তালিকাভুক্ত হন। তার কার্ড নম্বর – ২৪ এনআইডি নম্বর- ৩৩০৬৮১১৫১৮। গত জানুয়ারী মাসে প্রথম চাল বিতরণের দিন ফিরোজা খাতুন তার স্বামীসহ চাল নিতে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ফিরোজার নামে কোন কার্ড নেই বলে জানান। পরবর্তীতে বিভিন্নভাবে ভিডাব্লিউবি কার্ডের তালিকায় নাম থাকার খবর পেয়ে একাধিক বার চেয়ারম্যানের কাছে কার্ডটি চাইলে তিনি বিভিন্ন রকম তালবাহানা করে কার্ড না দিয়ে এড়িয়ে যান। এরমধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ১৫/০৯/২৩ তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা খাতুন। কিন্তু তিনি মারা গেলেও বন্ধ হয়নি তার কার্ডের চাল উত্তোলন। চেয়ারম্যান ওই কার্ড দিয়ে ফিরোজার মৃত্যুর আগে ৮ মাস এবং মৃত্যুর পর ৪ মাসের মোট ১২ মাসের ৩৬০ কেজি চাল উত্তোলন করে আত্বসাত করেন।
ফিরোজার স্বামী ইসমাইল হোসেন জানান, ফিরোজার মৃত্যুর সময় আমার মেয়েটার বয়স ১০ বছর আর ছেলেটার বয়স ৬ বছর। এতিম দুই সন্তান নিয়ে চেয়ারম্যানের কাছে অনেক কাকুতি- মিনতি করেছি। এতিম সন্তানদের ভরনপোষনের জন্য কার্ডটি চাইলেও তিনি ফিরিয়ে দিয়েছেন। তারপরও কোথাও কোন অভিযোগ করিনি। কিন্তু যখন শুনলাম আমার মৃত স্ত্রীর নামে এখনও চাল তুলে চেয়ারম্যান আত্নসাত করছেন তখন অভিযোগ করেছি। আমি এ অনিয়মের উপযুক্ত বিচার চাই।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি ফিরোজার কার্ডের চাল উত্তোলন করিনা। চর মেকলি ওয়ার্ডের মেম্বার ইলিয়াস ওই কার্ডের চাল ভোগ করেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার কারনে আমি মানহানি মামলা করবো।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস হোসেন জানান, ভিজিডি কার্ড মেম্বারের কাছে থাকে না, কার্ড থাকে চেয়ারম্যানের কাছে। তাছাড়া ফিরোজার কার্ড দেয়ার জন্য আমি চেয়ারম্যানকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু তিনি কার্ড না দিয়ে চাল তুলে নিয়েছেন। আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ অভিযোগ প্রাপ্তির সতত্যা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি