কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী অফিস, বাজার, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
এর অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর, বালারহাট সার্বজনীন দূর্গা মন্দির ও বালারহাট বাজারের বিভিন্ন রাস্তা ও গলির ময়লা আবর্জনা পরিস্কার করা হয়েছে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাওডাঙ্গা ইউনিয়ন সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, সিদরাতুল সবুজ, আসাদুজ্জামান আঙ্গুর, আলিনুর ইসলাম, খুশিদুল ইসলাম, জাকারিয়া হোসাইন বাধন, মাসুদ রানা, রাকিব,নাজমুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক আনোয়ারুল ইসলাম ও সিদরাতুল সবুজ বলেন, সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য দুর করার জন্য শতশত শিক্ষার্থী ভাইবোন ও সাধারণ জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। তাদের উত্তরসুরী হিসাবে আমরা সারাদেশের যাবতীয় জঞ্জাল সরানোর কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি