কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রখর তাপদাহ ও লাগাতার খরা থেকে বাঁচতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিয়েছেন এক গৃহবধু। ব্যাঙের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে। ওই এলাকার বাসিন্দা সাইফুর রহমানের স্ত্রী মল্লিকা বেগমের আয়োজনে বিয়েতে অসংখ্য নারী পুরুষ অংশ গ্রহন করেন। নাচ গানের মধ্যে দিয়ে ব্যাঙের বিয়ে দেয়া শেষে বরণ ডালায় ব্যাঙ দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা।
এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে ব্যাঙের বিয়েতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয়।
ব্যাঙের বিয়ের আয়োজনকারী মল্লিকা বেগম জানান, কিছুদিন ধরে তীব্র গরম। তাপমাত্রা বেশি হওয়ার কারনে আমরা কষ্টে রয়েছি। গ্রামের মানুষজন অস্তিত্বতে আছেন। কোন কাজ কামাই করতে পারছেন না। দাদা- দাদীরা বলতেন ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়, সেই বিশ্বাস থেকেই আজ আমরা ব্যাঙের বিয়ের আয়োজন করেছি।
ব্যাঙের বিয়ে দেখতে আসা জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান বলেন, আমাদের জীবনে প্রথম ব্যাঙের বিয়ে দেখলাম। খুবই ভালো লেগেছে। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিতে হয় প্রথম জানলাম।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ফুলবাড়ীসহ জেলা জুড়ে টানা এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াসে ওঠা -নামা করছে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)