কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে এক বিধবা ও তার ছেলের তিনটি বসত ঘর পুড়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হাসনা বেগম, আরিফুল ইসলাম ও আব্দুর রশিদ জানান, দুপুরে ওই গ্রামের মৃত তবারক আলীর স্ত্রী ছায়াভান বেওয়ার(৭০) ঘরের বিদ্যুতের সংযোগে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে সে আগুন ছায়াভানের টিনের তৈরী বসত ঘর ভষ্মিভুত করে তার ছেলে মোজাম্মেল হকের টিনের তৈরী বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা অনেক চেষ্টা করলেও আগুন নেভাতে ব্যর্থ হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু এর মধ্যেই আগুনের লেলিহান শিখায় ছায়াভান ও তার ছেলের তিনটি বসতঘর, ধানচাল, আসবাবপত্র, কাপড় চোপর, জমির দলিল, এনআইডি কার্ড, ভাতা কার্ড সহ সবকিছু পুড়ে যায়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমানুর রহমান রতন জানান, দরিদ্র পরিবারটির ঘরবাড়ী ও মালামাল পুড়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রশিদ প্রামানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ওই পরিবারের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তবে আমরা কিছু মালামাল উদ্ধার করেছি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, ঘটনাটি দু:খজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি