কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িগ্রাম ২ -আসনের নবনির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকারকে ফুলেল শুভেচ্ছায় উদ্ভাসিত করে বরণ করেছে ফুলবাড়ীবাসী।
সোমবার ৮ জানুয়ারী বিকাল পাঁচটায় নবনির্বাচিত এমপি (স্বতন্ত্র) বীরমুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকারের নিজ গ্রামে আসার খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী কর্মীসহ শতশত কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেখ হাসিনা ধরলা সেতুর পুর্ব পার্শ্বে সমবেত হন।
সেখানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবি লীগ, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উপজেলার আর এক কৃতি সন্তান ডা: আব্দুল হালিম নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচছা জানান।
পরে মোটরসাইকেল শো়ভাযাত্রায় তাকে নিয়ে আসা হয় উপজেলার বালারহাট বাজারে। বালারহাট বাজারে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শতশত নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা পরিয়ে এবং ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি উপজেলার গোরকমন্ডল গ্রামে নিজ বাড়ীতে গিয়ে পিতার কবর জিয়ারত করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হাছেন আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লা-আল রাতুল, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মানিক মিয়া বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র বর্মন, সম্পাদক আল ইমরানসহ নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৭ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি