অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণ মামলায় জেল হাজতে আটক সহকারী শিক্ষক মোতালেব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২০৮৮/৮ নম্বর আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি উপজেলার গোরকমন্ডপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে।
আদেশ সুত্রে জানা গেছে, মোতালেব হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) অনুযায়ী দায়েরকৃত জিআর ১৯৭/২২ (ফুল) নম্বর মামলায় গত ১৩ই অক্টোবর হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বিধায় বি,এস,আর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট-২ অনুযায়ী সরকারী চাকুরী থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত কালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
✪ আরও পড়ুন: বগুড়ায় ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!
উল্লেখ্য যে, সহকারী শিক্ষক মোতালেব হোসেন,কর্মস্থলে যাওয়া আসার সুবাদে উপজেলার নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রীর সাথে বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাত্রী মোতালেব হোসেনকে বিয়ের চাপ দিতে থাকে। পরে স্থানীয় লোকজন গত ২৪ আগস্ট গভীর রাতে ছাত্রীর বাড়ীতে শালিস বৈঠক ডাকেন। কিন্তু বৈঠকে ছাত্রী ন্যায্য অধিকার না পাওয়ায় তার পিতা বাদী হয়ে পরের দিন রাতে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
সেই মামলায় গত ১৩ অক্টোবর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন জানান, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বদলীর আদেশও স্থগিত রয়েছে।