“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে উপজেলা চত্বরে দু’দিন ব্যাপি এ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে প্রধান অতিথি, সভাপতি সহ উপস্থিত সকলেই মেলার স্টলগুলো পরির্দশন করেন।