“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে ফুলবাড়ী উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাছেন আলীর সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন পূর্বক উপস্থিত বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুর রহমান, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হৃষিকেশ রায় ভোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান লিখন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রবিন্দ্রনাথ মোহন্ত, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান শাহীনসহ আরো অনেকেই।
তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মশালায় উঠে আসে নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:২২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি