কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলের ৮ বিঘা জমির ভোগদখল নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৭জন আহত হয়েছে। আহতদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার চর কিষামত শিমুলবাড়ী এলাকায় ।
স্থানীয়রা জানান, চর কিষামত শিমুলবাড়ী এলাকার ৮ বিঘা জমির ভোগদখল নিয়ে মৃত জহির উদ্দিনের ছেলে আলতাফ হোসেনের সাথে একই এলাকার হয়রত আলীর ছেলে আব্দুল হাই এর বিবাদ সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাম্য সালিশী বৈঠক হলেও দ্বন্দ নিস্পত্তি হয়নি। পরে আলতাফ হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেন। বিবাদমান জমিতে উভয় পক্ষকে দখল না করার জন ১৪৪ ধারা জারীর আদেশ দেন বিজ্ঞ আদালত। সে মোতাবেক দীর্ঘ দিন থেকে ওই জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রোববার আলতাফ হোসেন বিবাদমান জমির উপর দিয়ে শ্যালো মেশিনের পাইপ নিয়ে যেতে চাইলে আব্দুল হাই বাধা দেন। এ নিয়ে বাক বিতন্ডতার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের আলতাফ আলী ( ৫২), আহের আলী (৪৫), আহেলা বেগম (৪৮), আব্দুল হাই (৩০), হামিদুল হক (৩৬), আজিজুল হক (১৯), মরিয়ম বেগম (২৭) আহত হন। আহতদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে আলতাফ আলী, আহের আলী, আব্দুল হাই ও হামিদুল হকের অবস্থায় আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বিকালে তাদেরকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই এলাকার ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, বিবাদমান জমিতে ১৪৪ ধারা জারী করেছে আদালত। সেই জমির উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে।
ফুলবাড়ী হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: হোমায়রা জানান, মারামারির ঘটনায় ৬জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, বিবাদমান জমির বিষয়ে উভয় পক্ষকে নিয়ে আগামি শুক্রবার বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। এর মধ্যে মারামারির ঘটনায় আহতরা হাসপাতালে রয়েছে। অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৮ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি