কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারদিন ব্যাপী ১৫ তম আন্ত: উপজেলা মহানামযজ্ঞ ও ভগবান শ্রী কৃষ্ণের অষ্টকালীণ লীলা কীর্ত্তণ অনুষ্ঠানের উদ্ধোধন হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদাহ (কসালেরতল) এলাকায় আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের ব্যবস্থাপনায় ১৫ তম নামযজ্ঞানুষ্ঠানের চারদিন ব্যাপী মহানাম যজ্ঞ ও ভগবান শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তণ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উদ্ধোধন শেষে আন্তঃ উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের সভাপতি শুশীল কুমার রায়ের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক প্রভাষক শংকর চন্দ্র সেনের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, আমন্ত্রিত অতিথি ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান আলোচক রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক পংকজ ভাদোড়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সভাপতি সুনীল চন্দ্র রায় সরকার, সহসভাপতি রবিন্দ্রনাথ রায়, সম্পাদক অনীল চন্দ্র রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি গোপীনাথ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কানাই লাল সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় ও ফু্লবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।
আলোচনা শেষে গীতাপাঠ ও কুইচ প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে গুনীজন সংবর্ধনা স্বারক প্রদান, মরণোত্তর স্বারক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তিসহ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
বরিবার ভোরে অধিবাসের মধ্য দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয় ও সোমবার সূর্য উদয় থেকে অষ্টকালীন ভগবান শ্রী কৃষ্ণের লীলা কীর্ত্তন এবং মঙ্গলবার দুপুরে কুঞ্জ ভঙ্গ ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে চারদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি