প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে পাকা ঘর ও জমি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ০৯ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধনের পর সকাল সাড়ে ১০ টায় উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৫ ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ হস্তান্তর কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ,সহকারী ভূমি কমিশনার মলিহা খানম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, মৎস্য অফিসার রায়হান উদ্দিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, সাধারণ সম্পাদক আহমেদ আলী পোদ্দার রতন, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি