অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের ভিতর ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজা পাচারের সময় পুলিশ চালকসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। সোমবার সকালে উপজেলা সদরের লাকু টেলিকমের সামনে থেকে গাঁজা ও চালক সহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের হেলপার কৌশলে পালিয়ে যায়।
আটকৃত চালকের নাম আহানুর ইসলাম(৪২)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানের ভিতর গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ উপজেলা সদরের লাকু টেলিকমের সামনে একটি কাভার্ড ভ্যানের চালককে থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশ দেখে কাভার্ড ভ্যানের হেলপার নেমে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশী চালিয়ে ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভ্যানসহ চালককে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।